ঝিনাইদহে সাবেক সংসদ সদস্যসহ ৭ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, মে ৫, ২০২০

ঝিনাইদহে সাবেক সংসদ সদস্যসহ ৭ জনের করোনা শনাক্ত

মাহমুদুর রহমান,
ঝিনাইদহ (জেলা) প্রতিনিধি :
ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি,সদর হাসপাতালের নারী গাইনি বিশেষজ্ঞ, এক মেডিকেল অফিসার এবং কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স, কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ মেডিকেল অফিসার সহ আরোও ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ৩৫ টি নমুনার মধ্যে ৭ টি পজিটিভ এসেছে।

এ নিয়ে জেলায় সর্বমোট প্রাপ্ত ২৮০ টি নমুনার ফলাফলের মধ্যে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮ টি, এর মধ্যে চিকিৎসক সহ স্বাস্থ্য বিভাগের সদস্য রয়েছে ১৭ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, করোনা আক্রান্তদের শারীরিক অবস্থা এখন ভালো আছে। তাদেরকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest