লকডাউনের কোন প্রভাব নেই বেনাপোলের তরুণ প্রজন্মের মাঝে

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, মে ৫, ২০২০

লকডাউনের কোন প্রভাব নেই বেনাপোলের তরুণ প্রজন্মের মাঝে

এসএম স্বপন,বেনাপোলঃ বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের কোন প্রভাব নেই বেনাপোলের উঠতি বয়সের তরুণ প্রজন্ম
ও কিছু নেশাগ্রস্থ যুবকদের মাঝে। যারা নানা অজুহাতে কারো কথায় কর্ণপাত না করে, অনেক রাত পর্যন্ত বাড়ির বাহিরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। অযথা, বাজার-ঘাট ও মাঠে ময়দানে ঘুরতে দেখা যাচ্ছে তাদের।
মূলত, এদের মধ্যে নেশাগ্রস্থ তরুণদের আনাগোনাই বেশি লক্ষ্য করা যায়। এরা চোর-পুলিশ খেলার মত, বাড়ির বাহিরে বের হলে প্রশাসনের উপর নজর রাখে। প্রশাসনকে দেখলেই এরা লুকিয়ে পড়ে গলির এমোড়ে-ওমোড়ে। আবার প্রশাসন চলে গেলে দলগত ভাবে আড্ডা জমায় বন্ধুরা মিলে। যেন করোনা ভাইরাস কি জিনিস তাদের জানাই নেই। বিভিন্ন দোকানপাট থেকে সংগ্রহ করা সিগারেট কিংবা অন্য মাদক সেবনই এদের লক্ষ্য।
করোনা বিষয়ে তাদেরকে কেউ বোঝাতে চাইলে তারা তুচ্ছতাচ্ছিল্য করে ধুস বলে উড়িয়ে দেয়। বলে, করোনার প্রটেকশন নিয়েই বাহিরে বের হয়েছি।
“যেন ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সরদার”

কাশেম আলী (৪৫) নামে ভ্যান চালক এক পিতা বলেন, বাপু কি আর কমু। সারাদিন ভ্যান চালিয়ে ইনকাম করতাম। কিন্তু সরকারের ছুটি ঘোষণার পর বাড়িতন বের হয়না। সুরক্ষার কথা চিন্তা কইরা। তয় বাড়ির জোয়ান পুলা, বললেও কথাই শোনে না। বরং উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয়। ভয়ে কিছুই কইবার পারিনা।

কথা হয় আজিজুল হক নামে এক বাবার সাথে। তিনি জানান, সংসারে দুই মেয়ে ও দুই ছেলে। মেয়ে দুইটা ও বড় ছেলে বিয়ে হয়ে গেছে। ছোট ছেলে কলেজে পড়ে। কলেজ বন্ধ। বাড়ি থাকতে বললেও, কথায় কান দেয়না। বন্ধুদের সাথে রাত অবধি আড্ডা দেয়। কই থাকে, কি করে, সব সময় ভয়ে ভয়ে থাকি। নিজেরা করোনার ভয়ে ঘরে থাকলেও, ছেলে আবার না যেন বাড়ি করোনা বয়ে নিয়ে আসে।

গৃহিণী নাজমা খাতুন জানান, বাড়ির পুলাপানরা কথাই শুনতে চায় না। অনেক কষ্টে-শীষ্টে বুঝিয়ে সুজিয়ে বাড়িতে রাখার চেষ্টা করছি। কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে কি সব ছাইপাঁশ (সিগারেট) খেয়ে বাড়ি আসে, গন্ধে টিকা যায় না।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest