বাগেরহাটে কালবৈশাখী ঝড়ে স্কুল শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, মে ৬, ২০২০

বাগেরহাটে কালবৈশাখী ঝড়ে স্কুল শিক্ষার্থী নিহত
মোঃ সাগর মল্লিক, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারীতে কালবৈশাখী ঝড়ে ইমন মল্লিক (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) রাতে আকস্মিক ঝড়ে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুল আলম।
নিহত ইমন মল্লিক স্থানীয় হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও ওই গ্রামের আনসার মল্লিকের ছেলে।
ইউএনও মো. মারুফুল আলম জানান, আকস্মিক ঝড়ে উপজেলার হিজলা গ্রামের আনসার মল্লিকের ঘরের উপরে চাম্বল গাছ পড়ে তার ছেলে ইমন মল্লিক নিহত হয়। এছাড়া, ওই গ্রামে কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা তৈরি করে ক্ষতিপূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest