সমস্যা সমাধানের পূর্বেই ফোনকলে শিক্ষার্থীদের হয়রানি মেস মালিকদের

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, মে ৬, ২০২০

সমস্যা সমাধানের পূর্বেই ফোনকলে শিক্ষার্থীদের হয়রানি মেস মালিকদের
হাবিপ্রবি প্রতিনিধি (দিনাজপুর)ঃ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাটের মেসগুলোতে এ বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীরা থাকে। করোনা মহামারীতে বিশ্ববিদ্যালয় বন্ধের কারনে প্রায় দেড় মাস হতে বাসায় অবস্থান করছেন শিক্ষার্থীরা। দরিদ্র ও অস্বচ্ছল পরিবার থেকে উঠে আসা এ বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী টিউশনি ও পার্টটাইম জব করে মেসের অানুসঙ্গিক খরচ মেটাতো।
করোনা মহামারিতে তাদের পরিবারেরও বেহাল দশা। উদ্ভূত পরিস্থিতিতে মানবিক কারনে কিছুদিন হতেই মেস ভাড়া মওকুফের দাবি উঠছে এসব শিক্ষার্থীদের পক্ষ থেকে।
গত ৪ঠা মে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাড়া শিথীলের বিষয়ে একবার মেস মালিকদের সাথে বসলেও সেদিন কোন সমাধান আসেনি। এ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে মেস মালিক ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়।
কিন্তু এরমধ্যেও থেমে নেই কিছু মেস মালিকদের ভাড়া আদায়ের জন্য শিক্ষার্থীদের কাছে ফোনকল ও ম্যাসেজ। মেস ভাড়া বিদ্যুৎ বিল ও রান্না বিল সহ টাকা পাঠানোর জন্য মেস মালিকদের পক্ষ থেকে প্রতিনিয়ত ফোন ও ম্যাসেজ আসছে বলে অভিযোগ করেছেন অনেক শিক্ষার্থী।
এ বিষয়ে বাঁশেরহাট মেস মালিক সভাপতি রায়হান শরীফের সাথে কথা হলে তিনি হয়রানির বিষয়টি স্বীকার করে বলেন” আমিও মেয়েদের মেসে বেশকিছু অভিযোগ পেয়েছি কিন্তু ছেলেদের মেস হতে কোন অভিযোগ পায়নি, আগামী রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসার কথা রয়েছে। আশাকরি সমাধান হবে। সমাধানের পূর্ব পর্যন্ত মেস মালিকদের ভাড়া নেওয়া হইতে বিরত থাকতে আহ্বান করেন।”
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ বলেন ” আগামী রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন মালিক সমিতির সাথে দ্বিতীয় দফায় মিটিং করে, বিষয়টি সমাধান করবে। তিনি আরো বলেন,’ সমস্যাটি সমাধান পূর্ব পর্যন্ত কোন মালিক ভাড়ার জন্য শিক্ষার্থীদের হয়রানি করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে যাবে।”

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest