আজ ৭ মে ২০০৭ সালের এদিনে জরুরি অবস্থা চলাকালে আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে দেশে ফেরেন। ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছলে এদিন লাখো জনতা তাঁকে সাদর অভ্যর্থনা জানান। এর আগে যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে শেখ হাসিনাকে দেশে ফেরাকালে তদানীন্তন তত্ত্বাবধায়ক সরকার তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে।
এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে শেখ হাসিনার ঐকান্তিক দৃঢ়তা ও গণতন্ত্রকামী দেশবাসীর চাপে শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় তত্ত্বাবধায়ক সরকার।