বেনাপোলে পৌর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বিভিন্ন সেবা প্রদানকারীদের মাঝে পিপিই বিতরণ

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, মে ৯, ২০২০

বেনাপোলে পৌর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বিভিন্ন সেবা প্রদানকারীদের মাঝে পিপিই বিতরণ
এসএম স্বপন,বেনাপোলঃ
বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ রোধে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বিভিন্ন সেবা প্রদানকারীদের মাঝে তাদের নিরাপত্তার কথা ভেবে পিপিই বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ মে) দুপুরে সপ্তাহ ব্যাপী পিপিই বিতরণের অংশ হিসাবে আজ শার্শা ও বেনাপোলে জীবনের ঝুঁকি নিয়ে মানবসেবায় নিয়োজিত কর্মি ও সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের মাঝে এ পিপিই তুলে দেওয়া হয়।
পিপিই বিতরণের অংশ হিসাবে আজ বেনাপোল পোর্ট থানা পুলিশ ও বন্দর প্রেসক্লাব, বেনাপোলের সাংবাদিকদের মাঝে এ পিপিই বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারন সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, অর্থ সম্পাদক মাসুদুর রহমান সুমন, দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন রাব্বি প্রমুখ।
জুলফিকার আলী মন্টু বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা সংক্রমণ প্রতিরোধে যেসব সাংবাদিক ও নিরাপত্তা কর্মী ভাইয়েরা নিজেদের জীবন উৎসর্গ করে জনসাধারণের নিরাপত্তা ও সুরক্ষার জন্য মাঠে ময়দানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, তাদের জন্য আমাদের পৌর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সামান্য উপহার স্বরূপ এ পিপিই বিতরণ করা হচ্ছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest