বেনাপোল সীমান্তে ৪১৩ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, মে ৯, ২০২০

বেনাপোল সীমান্তে ৪১৩ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার

এসএম স্বপন,বেনাপোলঃ

বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৪১৩ বোতল ফেন্সিডিল ও একটি পালসার মোটর সাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

শনিবার (৯ মে) বিকালে বেনাপোল পুটখালী মসজিদ বাড়ী চেকপোস্ট এলাকা থেকে এ মাদকের চালান টি উদ্ধার করা হয়।

পুটখালী বিজিবি কোম্পানি কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, নায়েক তরিকুলের নেতৃত্বে পুটখালী মসজিদ বাড়ী চেকপোস্ট এলাকা থেকে অভিযান চালিয়ে একটি পালসার মোটর সাইকেল ও ৪১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, করোনায় প্রতিনিয়ত প্রশাসনের হাতে মাদক সহ মাদক ব্যবসায়ীরা আটক হলেও, সীমান্তে কিছুতেই মাদক ব্যবসা দমন করা যাচ্ছে না।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest