ঝিনাইদহে করোনা আক্রান্ত চিকিৎসকের বাড়ীতে নিজে গিয়ে খোঁজ নিচ্ছেন মেয়র সাইদুল করিম মিন্টু

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, মে ১১, ২০২০

ঝিনাইদহে করোনা আক্রান্ত চিকিৎসকের বাড়ীতে নিজে গিয়ে খোঁজ নিচ্ছেন মেয়র সাইদুল করিম মিন্টু

মাহমুদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা আক্রান্ত চিকিৎসক ডাঃ ফাল্গুনী সাহার বাড়ীতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। জানা যায়, দীর্ঘদিন যাবত সদর হাসপাতালের গাইনী চিকিৎসক ডাঃ ফাল্গুনী সাহা করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় নিজ বাসায় হোম কোয়ারান্টাইনে রয়েছেন। এলাকাবাসী জানান, তখন বিকাল সাড়ে ৫ টা। ব্যাগ ভর্তি খাদ্যসামগ্রী নিয়ে ডাক্তার ফাল্গুনী সাহার বাড়ির দরজায় হাজির হলেন, পৌরসভা মেয়র সাইদুল করিম মিন্টু । বাড়ীর সামনে গিয়ে ডাকলেন ওই চিকিৎসককে। মেয়রের ডাকে ঘর থেকে বের হয়ে আসেন ডাক্তার ফাল্গুনী সাহা । ডাক্তার নিজে রোগী হলেও মেয়রকে দেখে অনকটা হাসি মুখেই এগিয়ে আসেন জানালার পাশে। মেয়র জানালার কাছে গিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁর সাথে । ভালো মন্দ খোঁজ খবর নেন । সেসময় মেয়র ডাক্তার ফাল্গুনী সাহার সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। মেয়র সাইদুল করিম মিন্টু’র এমন মানবিক আচরনে চিকিৎসক ফালগুনী সাহা বেশ খুশী হন। এসময় মেয়র এর সাথে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম, রায়হান ও আরো অনেকে। প্রসংগত, করোনা ভাইরাস পরিস্থিতি শুরু থেকেই মেয়র সাইদুল করিম মিন্টু এমন মানবিক সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। শহরের হাজার হাজার কর্মহীন অসহায় মানুষের বাড়ীতে গিয়ে খাদ্য সহায়তা প্রদান করে আসছেন তিনি। তাছাড়াও নগদ অর্থও সহায়তা করেছেন এই করোনা যোদ্ধা। মৃত্যুর ভয় উপেক্ষা করে নিজের জীবন বাজী রেখে দিন -রাত ঝিনাইদহ পৌর এলাকার অসহায় ও কর্মহীন মানুষের সেবা প্রদান করে বিরল দৃষ্টান্ত স্থাপন করে প্রসংশায় ভাসছেন এই জনপ্রতিনিধি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest