পৌরসভার মেয়র ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে সদর হাসপাতালে জীবাণুনাশক টানেল স্থাপন

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, মে ১১, ২০২০

পৌরসভার মেয়র ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে সদর হাসপাতালে জীবাণুনাশক টানেল স্থাপন

মাহমুদুর রহমান, ঝিনাইদহ :
ঝিনাইদহে পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর সৌজন্যে ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে করোনাভাইরাস প্রতিরোধে ঝিনাইদহের কেপি বসু সড়কের পর এবার ঝিনাইদহ সদর হাসপাতালে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। সদর হাসপাতালের প্রবেশ পথে এ টানেলের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, যশোর ৫৫ পদাতিক ডিভিশনের লে.কর্ণেল নাসির আহম্মেদ,সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ আয়ূব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সদর হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া সকলকে এই টানেলের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে। এর মাধ্যমে কিছুটা হলেও করোনা মোকাবেলা সম্ভব হবে বলে জানান আয়োজকরা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest