নাটোরের লালপুরে কারিগর পাড়া কর্মহীন হয়ে পড়ায় , চলছে অসহায় জীবন যাপন

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২০

নাটোরের লালপুরে কারিগর পাড়া কর্মহীন হয়ে পড়ায় , চলছে অসহায় জীবন যাপন
সাহীন ইসলাম , লালপুর (নাটোর )প্রতিনিধি ।
নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের কারিগর পাড়া গ্রামের তাঁতীরা করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে,বেড়েছে তাদের বেহাল দশা। ১৬ই মে শনিবার সকালে দুড়দুড়ীয়া ইউনিয়নের কারিগর পাড়া গ্রামটি ঘুরে দেখা যায়, যেখানে তাঁতীদের খট খটানি শব্দে রং-বেরঙের শাড়ি,লুঙ্গি গামছা বোনা হতো সেখানে আজ হাত গুটিয়ে কর্মহীন হয়ে অবসর সময় কাটাচ্ছে তাঁতী শ্রমিকরা। বিশ্ব ব্যাপী মরনঘাতী করোনা ভাইরাসের কারনেই তাদের জীবনে নেমে এসেছে বেহাল দশা। তাঁতী শ্রমিক সাবিনা বেগম বলেন, পুরাতন ঐতিহ্য ধরে রেখে বহু দিন ধরে আমাদের পাড়া/মহল্লায় তাঁতীরা বিভিন্ন ধরনের কাপড় ও গামছা বোনে। কেউ বা তাঁত বোনে অর্থ উপার্জন করে স্বামীর স্বল্প আয়ের পাশাপাশি ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ সহ সাংসারিক কাজে অর্থ যোগান দেয়।আবার কারো কারো তাঁত বোনানো-ই জীবিকা নির্বাহ করার একমাত্র উপায়। তিনি আরো বলেন আমরা প্রতিজন শ্রমিক দিনে ৫থেকে৬ টি গামছা বোনাতে পারতাম কিন্তু করোনার কারনে অর্ডার না থাকায় ২-৩মাস ধরে বেকার হয়ে হাত গুটিয়ে বসে আছি। তাঁতী শ্রমিক জরিনা বেগম বলেন, আমরা করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে বেহাল দশায় জীবন যাপন করছি।তাঁতের অন্যতম কাচামাল সুতা, রং যা মহাজনরা অর্ডারের মাধ্যমে ঋন দিত আমরা তাঁত বোনে তা পরিশোধ করতাম এখন কাজ না থাকায় মহাজনের ঋন দিতে ব্যার্থ। তিনি আরো বলেন আমরা কর্মহীন হয়ে সরকারি কোন খাদ্য সহায়তা বা অনুদান পাইনি।আমরা এই দূর্যোগ চলাকালীন সময়ে কিছু সহায়তা চাই বলে দাবি করেন কারিগর পাড়ার এলাকাবাসী। সাহীন ইসলাম, নাটোর ১৬/০৫/২০২০ইং

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest