উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, মে ২০, ২০২০

উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান

মোহাম্মদ মাহমুদুল হাসান |

চীফ রিপোর্টার |

বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান
বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান, অতিক্রম করছে সাতক্ষীরা, খুলনা, মোংলা ও সুন্দরবনের একাংশ দিয়ে। তাই মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে, আবহাওয়া অধিদপ্তর।
আম্পানের কেন্দ্রের ব্যাস ১০০-১৫০ কি.মি এবং বর্তমানে বাতাসের গতিবেগ ঘন্টায় ১০০-১২০ কি.মি.। বাংলাদেশের উপর দিয়ে রাত ৮টার মধ্যে অতিক্রম করে যেতে পারে আম্পান। উপকূল ও চরের নিম্নাঞ্চলে ১০-১৫ ফুটের বেশি উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিভিন্ন জেলায় বৃষ্টি ও দমকা বাতাস, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। রাজধানী ঢাকায়ও গত রাত থেকে চলছে, গুঁড়িগুঁড়ি বৃষ্টি। ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে তান্ডব চালাচ্ছে আম্পান।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest