ঢাকা ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার শীতার্ত দুস্থ-অসহায় পরিবারের পাশে দাঁড়াতে মানবতার দেয়াল কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। জেলার পলাশবাড়ী পৌর এলাকা ছাড়াও বিভিন্ন গ্রামের শতাধিক শীতার্ত নারী-পুরুষের মাঝে গরম কাপড় হিসেবে কম্বল বিতরণ করা হয়। শনিবার বিকেলে পলাশবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে এই কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। এসময় পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার, সাধারণ সম্পাদক পাপুল সরকারসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিতি ছিলেন। পৌষের তীব্র শীতের প্রকোপ থেকে স্বস্তি পেতে শীতবস্ত্র বিতরণ ও মানবতার দেয়াল কার্যক্রম অব্যাহত থাকার কথা জানিয়েছেন আয়োজকরা। মানবতার দেয়ালে সমাজের মানুষের অব্যহ্নত গরম কাপড় সংগ্রহ ও সেখান থেকে অসহায়-খেটে খাওয়া মানুষরা তা নিয়ে যেতে পারবেন। এই কার্যক্রমে বিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান তারা। শীতবস্ত্র বিতরণের ও মানবতার দেয়ালের এই কার্যক্রম পুরো শীত জুড়ে অব্যাহত থাকবে বলেও জানান তারা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST