লিটন বায়েজিদ,বরিশাল প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বরিশাল নগরির বাজার গুলোতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। ঈদের ভোগবিলাসী ও কেনাকাটায় মগ্ন হয়ে সাধারণ মানুষ যেন ভুলেই গেছে যে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। তবে এই ভাইরাস থেকে বাঁচতে সরকারের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হলেও মানছে না সাধারণ মানুষ। ঈদ এসেছে আর গরুর গোস খাবে না সেটা কি হয়, তাই রবিবার নগরীর বেশকিছু গরুর গোশতের দোকান, মুরগীর দোকান, মাছ বাজারে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বাজার পর্যবেক্ষণ করে দেখা যায় গরুর গোশতের কেজি ৬০০ টাকা, ব্রয়লার মুরগির কেজি ১৭৫ টাকা, সোনালি মুরগি ২২০ টাকা যা আগের তুলনায় অনেক বেশি। অন্যদিকে মাছের বাজারে চাহিদার পরিমাণ মাছ থাকলেও দাম নিচ্ছে চড়া। তবে গরুর গোশতের দোকান গুলোতেই মানুষের ভিড় বেশি দেখা যায়। জেলা প্রশাসক কর্তৃক বিভিন্নভাবে বাজার মনিটরিং করলেও কোনভাবেই আটকানো যাচ্ছে না বাজারে মানুষের সমাগম ও জিনিস পত্রের দাম। এ বিষয়ে কয়েকজন সাধারণ ক্রেতাদের সাথে কথা বললে তারা বলেন শুধু ঈদের জন্য টুকটাক কেনাকাটা করতে ও বাজার করতে বের হয়েছি, এরপর আর বাহিরে কাজ ছাড়া বের হবনা।