বাউফলে যুবলীগ নেতা তাপস হত্যায় জরিতদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন অব্যাহত।

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, মে ২৯, ২০২০

বাউফলে যুবলীগ নেতা  তাপস হত্যায় জরিতদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন অব্যাহত।

এনামুল হক বাউফল পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে যুবলীগ নেতা তাপস দাস হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৯মে) বিকেল পাঁচটায় পৌর আওয়ামীলীগ সভাপতি ইব্রাহিম ফারুকের নেতৃত্ব মিছিলটি দলীয় কার্যালয় জনতা ভবন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘটনাস্থল থানা সংলগ্ন ডাকবাংলোর সাসনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় নেতাকর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার বলেন, বাউফল পৌর মেয়র খুনি জুয়েলের উপস্থিত নির্দেশে যুবলীগ নেতা তাপস হত্যার গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বাউফল পৌর আওয়ামীলীগ সভাপতি ইব্রাহিম ফারুক বলেন, প্রকাশ্য পুলিশের সামনে যুবলীগ নেতা তাপস দাসকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত পুলিশ উল্লেখযোগ্য কাউকে গ্রেফতার করতে পারেনি। এটা প্রশাসনের চরম ব্যর্থতা।
তিনি বলেন, অনতিবিলম্বে খুনি মেয়রসহ সকল জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। না হয় বাউফলের রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বাউফল পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো. এনায়েত খান ছানা, যুবলীগ সভাপতি মো. শাহজাহান সিরাজ। এদিকে তাপস হত্যার পর থেকে প্রতিদিনই বাউফল সদরসহ বিভিন্ন ইউনিয়ন ও হাট বাজারে তাপস হত্যাকারিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি করে চলছে প্রতিবাদ ও বিক্ষোভ সভা সমাবেশ।

উল্লেখ্য, গত রবিবার (২৪মে) থানার সংলগ্ন ডাকবাংলোর সামনে তোরণ নির্মাণকে কেন্দ্র করে মেয়র গ্রুপের হামলায় যুবলীগ নেতা তাপস দাস নিহত হয়। এঘটনায় নিহতের বড় ভাই পঙ্কজ দাস বাউফল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় পৌর মেয়র জিয়াউল হক জুয়েলসহ ৩৫জনকে আসামী করা হয়।

বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আজ মনির হোসেন নামের এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ঘটনার পরের দিন সোমবার সোহাগ হোসেন ও সুব্রত দাস কার্তিক নামের দুই যুবকে গ্রেফতার করা হয়। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


মুজিব বর্ষ

Pin It on Pinterest