বিএম কলেজের অধ্যক্ষ সফিকুর রহমান স্যার এর অবসর গ্রহন

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, মে ৩০, ২০২০

বিএম কলেজের অধ্যক্ষ সফিকুর রহমান স্যার এর অবসর গ্রহন
লিটন বায়েজিদ,বরিশাল প্রতিনিধিঃ একজন গুনী শিক্ষাবিদ প্রফেসর মোঃ সফিকুর রহমান সিকদার, জন্ম ১৯৬১ সালের পহেলা জুন বৃহত্তর ফরিদপুর জেলার আলফাডাঙ্গায়। সপ্তম বি সি এস এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদান এবং ২০১৮ সালের পহেলা জানুয়ারি সরকারি ব্রজমোহন (বি এম) কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি ১ মেয়ে এবং ৫ ছেলের জনক। তার মেয়ে বিবাহিতা এবং জামাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও একজন দ্বীনদার মুসলিম। ৪ ছেলে কোরআনে হাফেজ এবং ছোট ছেলের কোরআন হেফজ চলমান রয়েছে। ৫ ছেলের একজন টেক্সটাইল ইন্জিনিয়ার এবং একজন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় অধ্যয়নরত। অধ্যক্ষ মোঃ সফিকুর রহমান সিকদার একজন ধার্মিক,দানশীল, পরোপকারী,মানবতাবাদী,নীতিবোধসম্পন্ন এবং শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব শিক্ষক। বি এম কলেজে কর্মকালীন সময়ে তিনি শিক্ষক সম্মেলন কক্ষ ও শিক্ষক ক্লাব আধুনিকায়ন ও এসি বসানো, কলেজের কেন্দ্রীয় মসজিদে এসি বসানো, তার কর্মকালিন সময়ে কলেজে নতুন দুটি ভবনের কাজ চলতেছে। এছাড়া ছাত্র ছাত্রীদের কল্যান সাধনই তার ব্রত হিসেবে গ্রহণ করছিলেন। সাধারণত শিক্ষার্থী,শিক্ষক,ছাত্রনেতৃবৃন্দ, সুধীজন,পদস্থ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃত্যের সাথে তার ছিলো আত্মীক সম্পর্ক। বিশেষ করে বরিশালের জন নন্দিত নগর পিতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মহোদয়ের সাথে অধ্যক্ষ মহোদয়ের একটি সুসম্পর্ক ছিলো এবং ধর্মপরায়নতা ও সততার কারণে তিনি অধ্যক্ষ মহোদয় কে খুব সম্মান করেন। আর এ কারনেই সর্ব মহলের সহযোগিতায় অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্ব্যে বি এম কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশে ২য়স্হান অধিকার করেছে। তিনি সরকারি বি এম কলেজে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, সেনিটেশন ব্যাবস্হা কার্যকরী করা, ছাত্রীদের জন্য নতুন বাথরুম নির্মান ও সংস্কার, ৩টিপাকা ব্যাটমিন্টন কোর্ট তৈরি, ছাত্রীনিবাসে একটি স্হায়ী পাকা মন্চ নির্মান, উচ্চমাধ্যমিকের জন্য একটি একতলা ক্লাশরুম নির্মাণ, বিভাগ ভিত্তিক সেমিনার ও কর্মশালার আয়োজন, মসজিদ এবং শিক্ষক সম্মেলন কক্ষে এসি প্রদাণ, ছাত্র ছাত্রীদেরকে ব্যাপক ভিত্তিক আই সি টি প্রশিক্ষন এবং শিক্ষকদের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাস গ্রহনের ব্যাপারে সক্রিয় ছিলেন। সূদীর্ঘ ২৯ মাস অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন শেষে ৩০.০৫.২০২০ তারিখে তিনি কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেন। সরকারি বি এম কলেজের ৬৫ তম অধ্যক্ষ প্রফেসর মোঃ সফিকুর রহমান সিকদার স্যার কে বি এম কলেজ পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা, সালাম এবং ভালোবাসা জানান। অধ্যক্ষ প্রফেসর মোঃ সফিকুর রহমান স্যারের বিদায় অনুসঠানের জন্য কলেজে একটি কমিটি করা হয়েছে, করোনা সংক্রমণ কমলে বড় পরিসরে অনুষ্ঠান উদযাপন করা হবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest