নতুন প্রভাতের সদ্য সাবেক সম্পাদক সাংবাদিক সাচ্চু’র ইন্তেকাল

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুন ৪, ২০২০

নতুন প্রভাতের সদ্য সাবেক সম্পাদক সাংবাদিক সাচ্চু’র ইন্তেকাল
রাজশাহী ব্যুরো : শিক্ষানগরী রাজশাহী থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক নতুন প্রভাত পত্রিকার সদ্য সাবেক সম্পাদক সিনিয়র সাংবাদিক মোলাজ্জেম হোসেন সাচ্চু হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজশাহী মহানগরীর উপশহর হাউজিং এস্টেট-২৫২ নং বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর বাড়ি রাজধানী ঢাকায় হলেও তিনি রাজশাহীতে স্থায়ীভাবে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান-সন্ততিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ এশা নগরীর হেতেমখাঁ বড় মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে গোরস্থানে দাফন করা হবে। মরহুমের সহধর্মিনী বলেন, আজ সকালে তিনি বাড়ি থেকে বাইরে যান। দুপুরে বাইরে থেকে বাড়িতে ফিরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর আগে তিনি সুস্থভাবে চলাফেরা করতেন। তিনি ঢাকা থেকে রাজশাহীর তৎকালীন দৈনিক বার্তায় সাব এডিটর হিসেবে যোগদান করেন। সেখানে দীর্ঘদিন কাজ করার পর দৈনিক সোনালী সংবাদের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১১ সালে তিনি দৈনিক নতুন প্রভাতের সম্পাদক হিসেবে যোগদান করেন। নতুন প্রভাতে তিনি ২০১৯ সাল পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। এদিকে, সাবেক সম্পাদক মোলাজ্জেম হোসেন সাচ্চুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক নতুন প্রভাত পরিবার। শোক প্রকাশ করেছেন নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, চীফ রিপোর্টার তৌফিক ইমাম পান্না, সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, ক্রীড়া প্রতিবেদক আফরোজা খান হেলেন, স্টাফ ফটো সাংবাদিক গুলবার আলী জুয়েল, বাণিজ্যিক ব্যবস্থাপক আতিয়ার রহমান জুয়েল, সার্কুলেশন ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বাবলু প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ ছাড়াও তিনি কোয়ান্টাম ফাউন্ডেশনে দায়িত্ব পালন করেন। সামাজিক কার্যক্রমসহ বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest