কামরুজ্জামান বাঁধন,বিশেষ প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে সুবিদখালী সরকারী কলেজ প্রাঙ্গণ,উপজেলা পরিষদ চত্বর ও সুবিদখালী-চান্দখালী আঞ্চলিক মহাসড়কের দুই পার্শ্বে বিভিন্ন প্রজাতির ৫০টি ফলদ ও বনজ বৃক্ষরোপণ করে কর্মসূচীর উদ্বোধন করেন মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম জুয়েল সিকদার ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফ ইবনে আলী। বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ নেন সুবিদখালী সরকারী কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি মাহাবুব আলম রুবান,মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো.ফয়সাল,সুবিদখালী সরকারী কলেজ ছাত্রলীগ শাখার নেতা তরুন হাওলাদার,আমিন মৃধা,রিফাত হাওলাদার,ফজলে রাব্বি,রবিউল সিকদার ও রাব্বি হোসেন প্রমূখ।