বাগেরহাটের ফকিরহাটে অস্থায়ী বাজারের বেহাল দশা

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

বাগেরহাটের ফকিরহাটে অস্থায়ী বাজারের বেহাল দশা
মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটের অস্থায়ী বাজারের বেহাল দশা। লখপুর আলহাজ্ব ইসহাক আম্বিয়া কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে অস্থায়ী হাটে কাঁদার ভিতর ক্রেতা বিক্রেতাদের পদচারণ। সরেজমিনে গিয়ে দেখা যায়,ভারীবর্ষনের ফলে মাঠে কাদা পানিতে পরিপূর্ণ। আর তার ভিতরেই বসেছে সবজি ও মাছের দোকান। দোকানিদের সাথে কথা হলে তারা বলেন,এমন পরিস্থিতিতে কেউ কাদা পানিতে বাজার করতে আসেনা।সবাই উপরের বাজারের দোকান থেকে কিনে নিয়ে চলে যায়,এভাবেই যদি চলে তাহলে আমাদের স্ত্রী সন্তান নিয়ে না খেয়ে মরা লাগবে।ক্রেতা বিক্রেতাদের একটাই দাবি অতিদ্রুত তাদের এই হাট পূর্বের জায়গায় নেওয়া হোক। অপরদিকে কাদা পানির কারণে দোকানপাট কাছাকাছি বসার ফলে ক্রেতারাও ভীর জমাচ্ছে।যা বর্তমান করোনা মহামারীতে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে ধারণা। লখপুরে করোনায় ইতিমধ্যে দুজন আক্রান্ত হয়েছে।তারপরেও সচেতন নেই সাধারণ মানুষ। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনেই চলছে ইচ্ছামত।এমন ভাবে চলতে থাকলে করোনাভাইরাস সংক্রমিত হয়ে মহামারী আকার ধারণ করতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন বলেন,এবিষয়ে খুব দ্রত যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে ।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest