ঢাকা ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২০
শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো ঃকরোনা ভাইরাস মোকাবেলায় সাধারণ ছুটি শেষে সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গত ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সরকার কর্তৃক গণপরিবহন ও লঞ্চ চলাচলের অনুমোদন প্রদান করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বাসগুলো যাত্রী তুলছে কিনা এবং সরকার নির্ধারিত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা মনিটরিং করার জন্য বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান-এর নির্দেশনায় বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, রুপাতলীসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আজ ৭ জুন সকাল থেকে ৪ টি মোবাইল কোর্ট টিম মাঠে কাজ করছে। বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ অভিযান পরিচালনা করেন। এসময় বরিশালের নথুল্লাবাদ,গির্জা মহল্লা ও সদর রোড এলাকায় অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা। এসময় তিনি বিআরটিএ-এর পরদর্শক ইকবাল আহমেদকে সাথে নিয়ে স্বাস্থ্যবিধি ও নির্ধারিত ভাড়া তালিকা মেনে চলতে প্রতিটি বাস কাউন্টারে নির্দেশনা প্রদান করেন। ঢাকা ও চট্টগ্রামমুখী বেশ কয়েকটি বাস থামিয়ে স্বাস্থ্যবিধি পরিপালন ও মূল্যতালিকা অনুযায়ী নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে কিনা তা পরিদর্শন করেন এসময় ঢাকা থেকে বরিশাল গামী একটি বাস বেশ কয়েকজন যাত্রী নির্ধারিত ভাড়ার দ্বিগুন ভাড়া আদায়ের অভিযোগ করেন। এতে দেখা যায় বাসটি নির্ধারিত ভাড়ার দ্বিগুণ ভাড়া নিচ্ছে । অভিযোগ স্বীকার করে বাস সুপারভাইজার ও চালক এজন্য মালিকপক্ষকে দায়ী করেন। এমন অপরাধে উল্লিখিত বাসটি সড়ক পরিবহন ২০১৮ এর ৩৪(৪) লংঘন করায় উক্ত আইনের ৮০ ধারা অনুযায়ী ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া গির্জা মহল্লা ও সদর রোডে মাস্ক না পরে পাবলিক প্লেসে ধূমপান করা এবং স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১০ ব্যক্তি কে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭ম পদাতিক ডিভিশনের একটি টিম। এদিকে নগরীর চকবাজার, বাংলাবাজার, নথুল্লাবাদ বাসস্ট্যান্ডসহ বরিশাল মহানগরীর অন্যান্য স্থানে অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। এসময় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার না পরায় ১৬ যাত্রী ও পথচারীকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাদক বহন ও সেবনের দায়ে দুই ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অভিযান চলাকালে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়তা করেন র্যাব ৮ এর একটি টিম। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ স্বাস্থ্যবিধি নিশ্চিতকরনে বরিশাল শহরের রুপাতলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। এ সময় মাস্ক না পরায় তিন জন পথচারীকে ৯০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া ঢাকা ও চট্রগ্রাম গামী বেশ কয়েকটি বাস থামিয়ে স্বাস্থ্য বিধি অনুযায়ী এবং সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে কিনা তা দেখা হয়। এতে দেখা যায় ৭০০ টাকার ভাড়া ১৫০০ টাকা নেয়া হচ্ছে। যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে দুটি বাস কে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। এছাড়া পটুয়াখালী থেকে ছেড়ে আসা বাস এ বেশি ভাড়া নেয়া হলে তা যাত্রীদের ফিরিয়ে দেয়া হয়। এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এর টিম সহযোগিতা করেন। বরিশাল মহানগরীর আলেকান্দা ও বটতলা বাজার এলাকায় সকাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। এসময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া চলাচল ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার সময় ৬ ব্যক্তি ও ২ টি প্রতিষ্ঠান কে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর একটি টিম।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বয় বলেন, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST