শাহানারা আব্দুল্লার মৃত্যুতে এমপি শাহে আলমের শোক প্রকাশ

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

শাহানারা আব্দুল্লার মৃত্যুতে এমপি শাহে আলমের শোক প্রকাশ
শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধিঃ পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জনাব আবুল হাসানাত আব্দুল্লাহর স্ত্রী ও বরিশালের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মা শাহানারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৭ জুন) রাত সাড়ে ১১টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।রাজনীতিবিদ, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শাহানারা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম এমপি শোক প্রকাশ করেন –“মরহুম বেগম শাহানারা আব্দুল্লাহ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি! মহান আল্লাহতালা তাকে জান্নাতবাসিনী করুন! বার্তায় তিনি আরো বলেন যে মরহুম বেগম শাহানারা আব্দুল্লাহ বর্তমান সমাজের একজন সর্ব শ্রেষ্ঠ মায়েই শুধু ছিলেন না। তিনি ছিলেন সর্ব গুনের একজন নারী হিসেবে আমাদের সকলের কাছে পরিচিত ছিলেন। আমি তাহার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোক সম্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest