আগৈলঝাড়া-গৌরনদীতে আক্রান্ত পরিবারকে স্বাস্থ্যসেবা-পরামর্শ, লাশ দাফন ও খাদ্য সহায়তা, সব ক্ষেত্রেই তৎপর ERT নামক মানবিক সংগঠন

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

আগৈলঝাড়া-গৌরনদীতে আক্রান্ত পরিবারকে স্বাস্থ্যসেবা-পরামর্শ,  লাশ দাফন ও খাদ্য সহায়তা, সব ক্ষেত্রেই তৎপর ERT নামক মানবিক সংগঠন

মো:কাওসার হোসেন
গৌরনদী প্রতিনিধি

করোনা বৈশ্বিক মহামারী আতঙ্কে সবাই যখন ঘর বন্দী ঠিক তখনি.
বরিশাল-১ আসনের সাবেক সাংসদ জহির উদিন স্বপন গৌরনদী ও আগৈলঝাড়ার বিএনপি ও তার অংগসংঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের নিয়ে গড়ে তোলেন করোনা প্রতিরোধে Emergency Response Teaam(ERT) । ইতিমধ্যে অত্র এলাকায় করোনা প্রতিরোধে (ERT)’র   কর্মসূচীর মাঝে রয়েছেঃ
১। সকল ফ্রন্টলাইন যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ,
২। আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরামর্শ,
৩।  উপসর্গ নিয়ে সন্দেহভাজন রোগীর পরিবারের সসদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ,
৪। নমুনা পরীক্ষা পজিটিভ রোগীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে উদ্যেগ গ্রহণ,  
৫। করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের লাশ দাফনে সর্বাত্মক ভূমিকা এবং
৬। আক্রান্ত পরিবারের উদ্ভুত খাদ্য সংকট নিরসনে “খাদ্য সহায়তা” প্রদান।    
Emergency Response Team(ERT)’র সামগ্রিক এ  কর্মসূচী সম্পর্কে এর প্রধান ও  বরিশাল-১ আসনের বিএনপি দলীয়  সাবেক সাংসদ জনাব জহির উদ্দিন স্বপন জানান, “করোনা ভ্যকসিন না আসলে বাস্তবিক অর্থে এ সমস্যা থেকে আমরা মুক্তি পাব না । তাই শুরু থেকেই করোনা প্রতিরোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি।  সে লক্ষ্যে আমরা এ সংকটকে  গতানুগতিক   সংকট থেকে আলাদা করেছি।  এজন্য আমরা আমাদের কর্মমসূচীতে লোকদেখানো স্বস্তা ত্রাণ বিতরণের মাঝে আটকে ফেলিনি ।  এর মানে এই নয়,  আমরা কারো প্রয়োজনে খাদ্য সহায়তা দেব না।  তবে এটা ঠিক,  আমাদের সর্বাত্মক অগ্রাধিকার করোনা আক্রান্ত রোগী, তাদের পরিবার এবং  দল-বল-ধর্ম-বর্ণ নির্বিশেষে করোনা প্রতিরোধে সংশ্লিষ্ট  ফ্রন্টলাইন স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতকরণ”।  
এ প্রসঙে তিনি আরো জানান, “এটা নিঃসন্দেহে আনন্দের করোনা প্রতিরোধে এ যুদ্ধে  Emergency Response Team(ERT)’র পাশে সমাজের বহু মানুষ এগিয়ে আসছে।  যা   (ERT)’র সদস্যদের ব্যাপকভাবে উৎসাহিত করছে। অনেকেই আছেন যারা করোনা আক্রান্ত পরিবারকে  “খাদ্য সহায়তা” কর্মসূচীতে (ERT)’র  সাথে  অংশ নিচ্ছেন   অথচ তারা তাদের নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন।  ”

সবশেষে, বিএনপি দলীয় এই  সাবেক সাংসদ  করোনা প্রতিরোধে  সবাইকে আরো সচেতন হবার আহবান জানিয়েছেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রণীত স্বাস্থ্য বিধি অর্থ্যাৎ মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখতে আরো সচেতন হতে অনুরোধ জানান।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest