পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ স্বাস্থ্যবিধি না মানা পথচরী এবং বাস যাত্রীদের হাত উচু করে শপথ করিয়েছেন বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী। গতকাল শনিবার নগরীর নথুল্লাবাদ এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে ব্যতিক্রমধর্মী এই শাস্তি দিয়েছেন তিনি। এর আগে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসক এসএম অজিয়র এর নির্দেশে শনিবার সকাল ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বীর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী। এ সময় স্বাস্থ্যবিধি ও নির্ধারিত ভাড়া তালিকা মেনে চলতে প্রতিটি বাস কাউন্টারে নির্দেশনা প্রদান এবং যাত্রীদের মাস্ক ব্যবহারসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেন তিনি। তাছাড়া অভিযানকালে নগরীর বাংলাবাজার ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মাস্ক না পড়ে ঘোরাফেরা করার ফলে অবহেলাজনিত কার্যক্রমের মাধ্যমে সংক্রামক রোগের বিস্তার ঘটতে পারে এমন অপরাধ সংঘটনের জন্য পাঁচ যাত্রী ও পথচারীকে এক হাজার ৯০০ টাকা জরিমানা এবং তাৎক্ষনিকভাবে তা আদায় করা হয়। এর পাশাপাশি তাদেরকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে শপথ বাক্য পাঠ করান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় আইনশৃঙ্কলা রক্ষার দায়িত্বে ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।