চলচ্চিত্র অভিনেতা ওয়াসিমুল বারী রাজিব’র মাতার ইন্তেকাল

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

চলচ্চিত্র অভিনেতা ওয়াসিমুল বারী রাজিব’র  মাতার ইন্তেকাল

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর দুমকিতে চলচ্চিত্র অভিনেতা
মরহুম ওয়াসিমুল বারী রাজিব’র মাতা আলহাজ্ব মোসাঃ হাজেরা খাতুন
বার্ধক্যজণিত অসুস্থতায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার
গ্রামীণ ব্যাংক সংলগ্ন বড় নাতী ওয়াসিমুল বারী মাসুদের বাস ভবনে
ইন্তেকাল করেছেন। ‘ইন্না লিল্লাহি———–রাজেউন’। মৃত্যুকালে তার
বয়স হয়েছিল ১২০ বছর। তিনি নাতি-নাতনীসহ অসংখ্যে আত্মীয় স্বজন,
গুণগ্রাহী রেখে গেছেন। উপজেলার গাবতলী নিজ বাড়িতে বিকেল ৬ টায়
জানাজা শেষে মরহুমার লাশ পারিবারিক গোরেস্থানে দাফন করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest