আলোকিত সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর” ফকিরহাটে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

আলোকিত সময় পত্রিকায় সংবাদ  প্রকাশের পর” ফকিরহাটে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ  আদালতের অভিযান

মোঃ সাগর মল্লিক
বাগেরহাট প্রতিনিধি
আলোকিত সময় পত্রিকায় “ফকিরহাটে ডায়াগনস্টিক সেন্টার প্রতারণা সেন্টারে পরিনত” শিরোনামে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ আমলে নিয়ে
গতকাল ২৯ জুন সোমবার বেলা ১২টায় ফকিরহাট উপহেলা সহকারী কমিশনার (ভূমী) ও নির্বাহী ম্যাজিট্রেট রহিমা সুলতানা বুশরার নেতৃত্বে ভ্রাম্যমান অাদালতের অভিযান পরিচালিত হয়েছে। এসময় দুটি ডায়াগনস্টিক সেন্টারের কাগজ পত্র না থাকায় সততা ডায়াগনস্টিক সেন্টার কে ৫০০০ টাকা ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার কে ৫০০০ জরিমানা করা হয়েছে বাকি দুটো ডায়াগনস্টিক সেন্টার এর লোকজন অভিযান টের পেয়ে রোগী রেখে পালিয়ে যায়।তার ভিতর একজন চায়না ডায়াগনস্টিক সেন্টার অপরজন নিউ চায়না ডায়াগনস্টিক সেন্টার।

উল্লেখ্য ফকিরহাটে ডায়াগনস্টিক সেন্টার অদক্ষ টেকনেশিয়ান দ্বারা পরিচালনা করে আসছে।সেই সাথে নেওয়া হয় অতিরিক্ত অর্থ।অদক্ষ টেকনেশিয়ান এর মাধ্যমে রিপোর্ট করাই হর হামেশায় রিপোর্ট ভূল আসে।এতে বিপাকে পড়ে সাধারণ রোগীরা।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest