শেরে বাংলা মেডিকেলে করোনায় পজেটিভ থেকে নেগেটিভ হওয়া ২ রোগীর মৃত্যু।

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

শেরে বাংলা মেডিকেলে করোনায় পজেটিভ থেকে নেগেটিভ হওয়া ২ রোগীর মৃত্যু।

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা পজেটিভ এবং পজেটিভ থেকে নেগেটিভ হওয়া ‍পৃথক ২ রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (০৪ জুলাই) সকাল সাড়ে ৫ টায় হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসিইউতে এই দুই রোগীর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানাগেছে, শনিবার (০৫ জুলাই) সকাল সাড়ে ৫ টার দিকে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা অরুন কুমারের ছেলে সুনিল কুমার (৫০) শেবাচিম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরআগে তিনি গত ৫ জুন বেলা ১২ টায় উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।

পরবর্তীতে নমুনা পরীক্ষা করে ১৩ জুন তার করোনা পজেটিভ পাওয়া যায় এবং চিকিৎসা সেবা প্রদান শেষে গত ২৬ জুন দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করলে নেগেটিভ আসে। তবে শারিরীক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।
অপরদিকে সকাল সাড়ে ৫ টায় পিরোজপুর সদরের সেনাখালী এলাকার নূর মোহাম্মদের ছেলে সফিকুল ইসলাম (৫০) শেবাচিম হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেন।
এরআগে ২৮ জুন বেলা ১২ টায় করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে নমুনা পরীক্ষা করে ১৩ জুন তার করোনা পজেটিভ পাওয়া যায় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন।
উল্লেখ্য এ পর্যন্ত বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ও আইসোলশন ওয়ার্ডে মোট ১০৯ জন রোগীর মৃত্যু হয়েছে। যারমধ্যে পজেটিভ ৩৮ জন।
এদিকে বৃহষ্পতিবার নতুন শনাক্ত হওয়া ৫৬ জনসহ বরিশাল জেলায় এ পর্যন্ত ১ হাজার ৬৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যারমধ্যে সর্বোশেষ ১২ জনসহ ৪৩৫ জন রোগী সুস্থ হয়েছেন এবং ২৫ জন করোনায় আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest