ঢাকা ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলা প্রতিনিধি ॥
ভোলায় গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাই সাইকেল বিতরন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ চত্বরে ১৩ ইউনিয়নের ৬৫ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এই সাইকেল বিতরন করা হয়। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে বাই সাইকেল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এসব সাইকেল বিতরণ করা হয়।এসময় বক্তারা বলেন, এই সাইকেল বিতরনের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজে আরো গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সকল তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌছে দিতে পারবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST