ঢাকা ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০
ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে একদিনে ৩৩ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। তারা হলেন, সদরে-১৩ জন, বেগমগঞ্জে-৪ জন,সোনাইমুড়িতে-১ জন,কোম্পানীগঞ্জে-৪ জন ও কবিরহাটে-১১ জন ও সুস্থ হয়েছে ৫৮ জন। এনিয়ে নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা-২৩২৪ জন, মৃত্যু-৫১ জন ও সুস্থ হয়েছেন ১১৮৩ জন।
মঙ্গলবার ৭ জুলাই সকাল ১০ টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি বলেন,আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৬ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা-১০৫৪ জন।
নোয়াখালীর করোনা আক্রান্তের সংখ্যা উপজেলা ভিত্তিক নিচে তথ্য দেওয়া হলোঃ
নোয়াখালী সদরে সর্বোচ্চ- ৭০৯ জন, বেগমগঞ্জে -৬৭৬জন,চাটখিলে-১৪১জন,সোনাইমুড়ীতে-১২১জন,কবিরহাটে-২৫৬জন,কোম্পানীগঞ্জে-১৩১ জন, সেনবাগে-১০৪ জন, হাতিয়া-৩৭ জন ও সুবর্ণচরে-১৪৯ জন সহ মোট জেলায়- ২৩২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST