লালপুরে নতুন আরো একজন মেডিকেল স্টাফ করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৩৭

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০

লালপুরে নতুন আরো একজন মেডিকেল স্টাফ করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৩৭

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি।

নাটোরের লালপুর উপজেলায় নতুন করে আরো একজন সহকারী স্বাস্থ্য পরিদর্শক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এনিয়ে লালপুর উপজেলায় একজন শিশু, দুইজন মেডিকেল স্টার্ফ, একজন পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্যসহ মোট ৩৭জন করোনায় আক্রান্ত হয়েছে।

বৃহস্পতিবার (০৯জুলাই) রাত সাড়ে ৮টার সময় লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম অক্রান্তের সত্যতা নিশ্চিত করে জানান, আক্রান্ত ব্যাক্তি একজন পুরুষ তার বয়স (৫৫) বছর গত ০৮ জুলাই ১২জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ ইমেল বার্তায় তার করোনা পজেটিভ এর রিপোর্টে এসেছে।’

লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি সত্যতা নিশ্চিত করে বলেন, আক্রান্ত ব্যাক্তিকে কোয়ারেন্টাইনে রাখাসহ তাদের বাড়ি লকডাউন করা হচ্ছে। এবং আক্রান্তের কন্টাকে যারা ছিলো আগামীকাল তাদের নমুনা সংগ্রহ করা হবে বলে তিনি জানান।’


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest