ঢাকা ৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০
বুরহান উদ্দিন মুজাক্কির
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে খাবারে চেতনানাশক বিষ মিশিয়ে এক ব্যবসায়ীর পুরো পরিবারকে হত্যার চেষ্টা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কেজি স্কুল সংলগ্ন মোস্তফা কামাল’র বাড়িতে এ ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সেলিম জানান, খাদ্যের বিষ ক্রিয়ার আক্রান্ত হয়ে তাদের পরিবারের ৬জন সদস্য গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে রান্না ঘরের জানালা খোলা রেখে রাতের খাবার রান্না করা হয়। এ সুযোগে কে বা কাহারা ভাতের ভিতর বিষক্রিয়া জাতীয় দ্রব্য মিশিয়ে দেয়। পরে রাত সাড়ে ১১টার দিকে পরিবারের ৬ সদস্য রাতের খাবার খাওয়ার সাথে সাথে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানায়।
অসুস্থরা হলো, মৃত মোস্তফা কামাল’র ৩ ছেলে, কামরুল হাসান জনি (৩৬), সাইফুল হাসান রনি (৩২), নুর হাসান পনি (২৮) ও তাদের ২ গৃহবধূ নাপিজা আক্তার নিপু (২৮), নুর নাহার আক্তার (২২) ও গৃহপরিচারিকা বিবি কুলসুম (৩০)।
এ বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মো আবদুল আজিম জানান, তারা গতকাল রাতে খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন তাদের শারীরিক অবস্থা ভালোর দিকে আছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় থানায় লিখিত কোন অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST