ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০
মোঃইলিয়াছ তজুমদ্দিন প্রতিনিধি।।
বীর মুক্তিযোদ্ধার ছেলের রিক্সার বেহাল অবস্থা এই মর্মে গত ২৫ই জুন বৃহঃবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়। বিষয়টি মর্মান্তিক হওয়ায় এটি নিয়ে সর্বস্তরে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়। ভাইরাল হওয়া পোস্টের মাধ্যমে রিকশা চালক এরশাদের রিক্সাটি মেরামত করে দেওয়ার জন্য সমাজের বিত্তবানদের, সমাজসেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা হয়।
অবশেষে ভাইরাল হওয়া মর্মান্তিক ছবিটি তজুমদ্দিন যুব-মহিলালীগের সভাপতি কোহিনুর বেগম শিলার দৃষ্টিগোচর হয়। এরপরই রিক্সাচালক এরশাদ মিয়াকে খুঁজে বের করে রিক্সাটি মেরামত করে তার হাতে নগদ টাকা তুলে দেন তজুমদ্দিন যুব-মহিলালীগের এই নেত্রি।
রিক্সাচালক এরশাদ মিয়া জানান, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা তবুও অভাবের সংসারে রিক্সা চালিয়ে আমার পেট চালাতে হয়। পরিবারে রোজগারের এই একটি মাত্র সম্বল, তাও দীর্ঘদিন যাবৎ ভেংগে যাওয়ার কারণে আমার আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিলো। শিলা আপা আমার রিক্সাটি মেরামতের মাধ্যমে নতুন রূপে ফিরিয়ে দিয়েছেন ও আমাকে নগদ টাকা দিয়েছেন। এতকিছু পেয়ে আমি খুবই আনন্দিত।
যুব-মহিলা সভাপতি শিলা জানান, ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশে আমি দীর্ঘদিন যাবৎ তজুমদ্দিন উপজেলায় বিভিন্ন জনকল্যান মূলক কাজ অব্যাহত রেখেছি। ভাইরাল হওয়া বিষয়টি আমার নজড়ে আসার পরপরই আমি তাকে খুঁজে বের করে এমপি মহোদয়ের পক্ষ থেকে আমার নিজ অর্থায়নে রিক্সাটি মেরামত করার পাশাপাশি রিক্সাচালকের হাতে নগদ অর্থ তুলে দেই। এমন একটি মানবিক কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST