বরিশালে দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে গণস্বাক্ষর কর্মসূচি।

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০

বরিশালে দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে গণস্বাক্ষর কর্মসূচি।

লিটন বায়েজিদঃ বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে ১৫ জুলাই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন হয়। এরই ধারাবাহিকতায় প্রথম দিন অতিবাহিত হওয়ার পর ১৬ জুলাই বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে গনসাক্ষর কর্মসূচি । এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা। এই গণস্বাক্ষর কর্মসূচি সাতদিন চলবে বলে জানা যায়। নগরীর সদর রোডে এই গণস্বাক্ষর কর্মসূচিতে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ব্যাপক আগ্রহের সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাক্ষর প্রদান করছেন।

উল্লেখ্য যে বরিশাল কলেজের নাম পরিবর্তিত রাখার দাবিতে অত্র কলেজের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে ১৫ জুলাই এই গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন অত্র কলেজের সাবেক ভিপি এ্যাডভোকেট একে এম জাহাঙ্গির হোসেন, অত্র কলেজের সাবেক ছাত্র নেতা ও বিসিসি প্যানেল মেয়র এ্যাড. রফিকুল ইসলাম খোকন , হাসান মাহামুদ বাবু, সাবেক এজিএস সোহাগ, সাবেক জিএস সৌরভ, এ্যাড গোলাম সরোয়ার রাজিব, সাবেক শিক্ষার্থী কাউন্সিলর গায়েত্রী সরকার পাখি, ইমরুল আহমেদ উজ্জল, জিয়াউর রহমান জিয়া, বাবলু, রাজিব খান, রফিকুল ইসলাম টিপু, আরিফুর রহমান মাসুম, মোস্তাফিজুর রহমান অনিকসহ বিভিন্ন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। তাদের মতে ঐতিহ্যবাহী বরিশাল কলেজের নামের সাথে বরিশালের স্মৃতি ওতপ্রোতভাবে জড়িত । তাই অত্র কলেজের নামটি কোন ভাবেই পরিবর্তন করা যাবে না বলে দাবি করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest