গৌরনদীতে মোবাইল কোর্টের অভিজানে খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ।

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

গৌরনদীতে মোবাইল কোর্টের অভিজানে খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ।

নিজস্ব প্রতিবেদকঃ আজ বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস,এম,অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়নের আশোকাঠী ফিলিং স্টেশন সংলগ্ন মাহিলারা খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, গৌরনদী উপজেলার মাহিলারা খালের উপর সরকারি নির্দেশনা না মেনে স্থানীয় কিছু অসাধু লোকজন অবৈধ দোকান স্থাপনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। অভিযোগ পেয়ে ২২ জুলাই তারিখে গৌরনদী উপজেলার সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন এর নেতৃত্বে খালের উপর নির্মিত অবৈধ ৮ টি দোকানঘর ভেঙ্গে উচ্ছেদ করা হয়।
অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রসংগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, নদ-নদী, জলাশয়, খাল আমাদের জাতীয় সম্পদ। খালের উপর অবৈধ স্থাপনা নির্মাণের প্রেক্ষিতে মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থ ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest