ঢাকা ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২০
 
                                                                          রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
মুক্তিযোদ্ধা অ্যাড. হাবিবুর রহমান শওকতের ইন্তেকালে ঝালকাঠি জাসদের শোক প্রকাশ। ঝালকাঠি জেলা জাসদের সভাপতি সুকমল ওজা দোলন ও সাধারণ সম্পাদক আল কাইয়ুম বাবলু  গভীর শোক প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
 পটুয়াখালীর কৃতি সন্তান মুক্তিযুদ্ধকালিন পটুয়াখালীর ডেপুটি কমান্ডার, জাসদ স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সভাপতি এবং মুক্তিযোদ্ধা কমান্ডার্স ফোরামের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. হাবিবুর রহমান শওকত ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাহী রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক আজকালের সংবাদ সম্পাদক মন্ডলীর সভাপতি শেখ মিলি, সম্পাদক ও প্রকাশক এ, কে, এম খোরশেদ আলম ও নির্বাহী সম্পাদক আবুল হোসেন তালুকদার।
অ্যাড. হাবিবুর রহমান শওকত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯ জুলাই রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেসনে ভর্তি হন। এর পর চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার বিকেল ৩.৪১ শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন, গুনগ্রাহী, অনুসারী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST
