ঢাকা ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯
শহিদুল ইসলাম সোহেল,ময়মনসিংহ ব্যুরোঃ টাঙ্গাইলের কালিহাতীতে ৪টি কাপড়ের দোকানে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট হয়েছে। রবিবার দিনগত রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার আউলিয়াবাদ বাজারের মীম শাড়ি ঘর, লাবিব ফ্যাশন, মহুয়া বস্ত্রালয় ও মিশাল গার্মেন্টসে। পাহাড়াদার সমশেরের নিকট থেকে জানা যায়, প্রতিদিনের ন্যায় রবিবার দিনগত রাতেও পাহাড়াদার সমশেরসহ আরো ৩ জন পাহাড়াদার বাজার পাহাড়া দিচ্ছিলেন। হঠাৎ আউলিয়াবাদ করিমুননেছা সিদ্দিকী উচ্চ বিদ্যালয় সংলগ্ন জোয়াইর ব্রীজের কাছে ৬-৭ জন লোক দেখতে পেয়ে উপজেলার নাগবাড়ী মেলা থেকে লোকজন নেমেছে ভেবে সমশের এগিয়ে গেলে তাকে আক্রমন করে কোনকিছু না বলেই দেশীয় অস্ত্র ঠেকিয়ে মুখে টেপ মেরে হাত-পা বেঁধে ফেলে রাখে। এর আগে একই কায়দায় বাকী ৩ জন পাহাড়াদার মেনুস, পিনা ও নেলসনকেও বেঁধে রাখে। পরে তাদের সবাইকে মাংসের দোকানের নিকট ফেলে রেখে মুখোশ পড়া ১৫-২০ জনের একটি দল কাপড়ের দোকানের দিকে এগিয়ে যায় এবং বলে তোরা যদি নড়াচড়া বা কথা বলিস তাহলে জানে মেরে ফেলবো বলে হুমকি দেয়। মুখ বেঁধে রাখার কারনে পাহাড়াদাররা কাউকে ডাকাডাকি করতে পারেনি। পরে সমশেরের হাতের বাঁধন কিছুটা আগলা হলে বাঁধন খুলে বাজারের পাশে মসজিদে গিয়ে মাইকে লোকজন ডাকাডাকি করে সমশের। তার ডাকে লোকজন এগিয়ে আসার আগেই ডাকাতি করে পালিয়ে যায় ডাকাতরা। পরে লোকজন বাজারে এসে মীম শাড়ি ঘর, লাবিব ফ্যাশন, মহুয়া বস্ত্রালয় ও মিশাল গার্মেন্টসের তালা ভাঙ্গা দেখে ভিতরে গিয়ে দেখতে পায় দোকানগুলোর শাড়ি কাপড়, থ্রী পিচ, লুঙ্গিসহ দামী সকল মালামাল লুট করে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানায়, তাদের ৪টি দোকান থেকে প্রায় ৭০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। তারা ঘটনাটি সুষ্ঠ তদন্তের মাধ্যমে ডাকাতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST