সাংবাদিকদের সাথে আরএমপির নয়া কমিশনারের মতবিনিময়

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০

সাংবাদিকদের সাথে আরএমপির নয়া কমিশনারের মতবিনিময়

রাজশাহী ব্যুরো :
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশে নয়া কমিশনার আবু কালাম সিদ্দিক। আজ শনিবার বেলা ১১ টায় রাজশাহী পুলিশ লাইন্সে তিনি এ মতবিনিময় করেন। সভায় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।

যে পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত থাকবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তার পুলিশে থাকার কোন অধিকার নাই। ইতিমধ্যেই আরএমপির সকল সদস্যকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশকে আধুনিকায়ন করা হবে। এজন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মতবিনিময় সভায় রাজশাহী মেট্রপলটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রশাসন সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার সালমা বেগম, উপ পুলিশ কমিশনার সদর রশিদুল হাসান, উপ পুলিশ কমিশনার সাজিদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশ কমিশনার সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা ও ভালো পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest