বরিশালে সাংবাদিক নোমানী গ্রেফতারে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির তীব্র নিন্দা

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

বরিশালে সাংবাদিক নোমানী গ্রেফতারে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির তীব্র নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি :
বরিশালের দৈনিক শাহনামার বার্তা সম্পাদক মামুনুর রশীদ নোমানীকে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক ও ‘ষড়যন্ত্রমূলক মামলা’ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি। বৃহস্প্রতিবার দুপুরে দপ্তর উপকমিটির সদস্য মারুফ সরকার স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসনে ঈসা, মহাসচিব এ্যাড. সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন বলেন, দীর্ঘদিন যাবত বরিশালে অত্যন্ত সুনামের সাথে সাংবাদিক নোমানী দায়িত্ব পালন করে আসছিলেন। আমাদের জানামতে তার বিরুদ্ধে হেন কোন অভিযোগ বরিশালে আজ পর্যন্ত কেউ করতে পারেনি। তাই আমরা খুব তাড়াতাড়ি সাংবাদিক নোমানীর মুক্তি কামনা করি আর তা না মানুষ সাংবাদিকতা করতে ভয় পাবে।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর বরিশালের কীর্তনখোলা নদীর পাড় ত্রিশ গোডাউন এলাকায় সন্ধারাতে নোমানীসহ তিনজনকে ভিডিও করার অভিযোগে অভিযুক্ত করে গ্রেফতার দেখানো হয়।

মারুফ সরকার
দপ্তর উপকমিটির সদস্য
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি
তারিখ -১৭-৯-২০২০
মোবাইল -০১৭৪৩৩৫৯৭৪১


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest