ওয়াহিদা খানম সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০

ওয়াহিদা খানম সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন

অনলাইন ডেস্ক: প্রায় এক মাস দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছাড়লেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম।

আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়।

এর আগে গত ১ সেপ্টেম্বর ঘোড়াঘাটের ইউএনও থাকা অবস্থায় ওয়াহিদা খানম গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রংপুরের একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় এনে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। তাকে উন্নত চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


alokito tv

Pin It on Pinterest