ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২০
এসএম স্বপন, যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শায় ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি প্রাইভেটকার সহ সাগর হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে তাকে আটক করে শার্শা থানাধীন গোড়পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটক সাগর শার্শার উত্তর বুরুজ বাগান গ্রামের আব্দুল্লাহ আল-মামুনের ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে
গোড়পাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই এজাজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে
শার্শা থানাধীন গোড়পাড়া বাজারস্থ ১১নং নিজামপুর ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১৯৮ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকার সহ তাকে আটক করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিকে আগামীকাল যশোর আদালতে পাঠানো হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST