টিএসসি’তে ব্যাংক বিষয়ে সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি ও প্রশাসনের আলোচনায় ৫ দফা প্রস্তাবনা

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

টিএসসি’তে ব্যাংক বিষয়ে সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি ও প্রশাসনের আলোচনায় ৫ দফা প্রস্তাবনা

হাবিবুর রহমান,হাবিপ্রবি প্রতিনিধি (দিনাজপুর) ঃ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিএসসি এর ২য় তলায় রুপালী ব্যাংক এর বিশ্ববিদ্যালয় শাখা স্থানান্তরের বিষয়ে দুপুর ১২ টায় টিএসসিতে সাধারণ শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে আলোচনায় ৫ টি প্রস্তাব উত্থাপন করা হয়।

করোনায় বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যে রুপালী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখা স্থানান্তরের ছবি ফেসবুকে ভাইরাল হলে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করতে থাকে। এর আগে গত বছর রূপালী ব্যাংক টিএসসিতে স্থানান্তর করার খবরে শিক্ষার্থীদের আন্দোলনে তা বন্ধ রাখা হয়। সেসময় সাধারণ শিক্ষার্থী ও প্রশাসনের আলোচনায় টিএসসিতে ব্যাংক না করার বিষয়ে আলোচনা হয়। প্রশাসন সেসময়ে আপাতত ব্যাংক না করার কথা বলে ও শিক্ষার্থীদের না জানিয়ে এ ব্যাপারে কিছু না করার প্রতিশ্রুতি করে।
কিন্তু করোনা বন্ধের মধ্যে পুনরায় শিক্ষার্থীদের না জানিয়ে ব্যাংক স্থানান্তরের কাজ করায় আজকের আলোচনায় প্রশাসনের পক্ষ শিক্ষার্থীদের ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার কথা বলা হয় বলে আলোচনায় অংশগ্রহনকারী সাধারন শিক্ষার্থী প্রতিনিধিরা জানায়।

প্রশাসন শিক্ষার্থীদের জন্য ৩ টি প্রস্তাব পেশ করে-
১. ক্যাফেটেরিয়ার উপরে ২য় তলা বর্তমান আইকিইউএসি আগামী জুনের মধ্যে টিএসসিতে রুপান্তর করা।
২.টিএসসি সম্প্রসারন করা।
৩. টিএসসির চতুর্থ ও ৫ম তলা ক্লাশরুম ১০ তলা একাডেমিক ভবনে স্থানান্তর করন ও নির্মাণাধীন ১০তলা একাডেমিক ভবনের নিচতলায় পুরোটা স্টুডেন্ট কর্ণার করা।

সধারণ শিক্ষার্থী উক্ত প্রস্তাবের সাথে আরো ২ টি প্রস্তাব উত্থাপন করে-
১.রুপালী ব্যাংকের স্পন্সরে শিক্ষার্থীদের জন্য একটি বাস একটি মাইক্রো ও টিএসসির ৪ ও ৫ ম তলা এসি নির্মান করা।
২. প্রশাসনের অর্থায়নে টিএসসিতে লিফটের ব্যাবস্থা করা।
এছাড়াও শিক্ষার্থীদের স্বার্থে পড়াশোনার সুষ্ঠ পরিবেশ রাখার কথাও বলা হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ বলেন, শিক্ষার্থীদের আমরা ৩ টি প্রস্তাব দিয়েছি তারা আরও কিছু দাবিদাওয়া পেশ করেছে আমরা এ বিষয়ে ভাইস চ্যান্সেলর স্যার ও রেজিস্ট্রার স্যারের সাথে আলোচনা করে যতটুকু দাবি বাস্তবায়ন করা যায় তা পরে নোটিশ আকারে জানানো হবে।

এ ব্যাপারে মিটিং এ উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি ব্যবসায় অনুষদের লেভেল- ৪ সে-২ এর শিক্ষার্থী মোঃ মারুফ হাসান বলেন, আমরা টিএসসিতে ব্যাংক না হওয়ার ব্যাপারে এখনো আশাবাদী। এ দাবি আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন আমাদের কিছু প্রস্তাব দিয়েছে। আমরাও কিছু প্রস্তাব দিয়েছি। কিন্তু কোন ফলাফল আসেনি এ বিষয়ে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest