ঢাকা ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২০
রায়হান হোসাইন, চট্টগ্রাম-
নগরীর পতেঙ্গা এলাকার শাহ আমানত বিমানবন্দরের প্রবেশমুখে উচ্ছেদ অভিযান চালিয়ে বন্দরের ২ একর জমি উদ্ধার করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অথোরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ বলেন, শাহ আমানত বিমানবন্দরের প্রবেশমুখে কর্ণফুলী নদীর ১২ ও ১৪ ঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে বন্দরের ২ একর জায়গা উদ্ধার হয়। যা দীর্ঘদিন ধরে স্থানীয় জনসাধারণ দোকানপাট নির্মাণ করে অপদখল করে রেখেছিল। এতে ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST