ঢাকা ৩০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০
মোহাম্মদ মাহমুদুল হাসান |
ঢাকা |
ধর্ষণের সাজা যাবজ্জীবন থেকে মৃত্যুদন্ড বাড়ানোয় অপরাধ কমে আসবে, নইলে তা বাড়ানো হোতো না বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমাবার মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড নীতিগত অনুমোদন পাবার পর মন্ত্রী এ কথা বলেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে থাকা ধর্ষনের পুরোনো বিচারাধীন মামলাগুলো নিষ্পত্তিতে দ্রুত বিশেষ উদ্যোগ নেয়া হবে এছাড়াও সাক্ষী আনার ক্ষেত্রে সমস্যার সমাধানে ডিজিটাল ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়েছে,ফলে মামলার দ্রুত বিচার সম্ভব বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী। সাম্প্রতিক ধারাবাহিক ধর্ষণের ঘটনায় সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। খসড়া অনুমোদন পাওয়ায় চলতি সপ্তাহেই রাষ্ট্রপতির অধ্যাদেশে জারি হতে পারে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। সচিবালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যুক্ত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST