আজ রিলিজ শিবচরের সোহেল’র গীত সঙ্গীতের ছবি সাহসী হিরো আলম

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০

আজ রিলিজ শিবচরের সোহেল’র গীত সঙ্গীতের ছবি সাহসী হিরো আলম

বিনোদন রিপোর্টার: করোনা মহামারির কারনে দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের ঘোষনায় আজ থেকে আবার চালু হয়েছে দেশের সিনেমা হল। সিনেমা হল খোলার প্রথম দিনেই রিলিজ হয়েছে দেশের কোটি কোটি মানুষের মাঝে সুপরিচিত ও জনপ্রিয় মানুষ হিরো আলম অভিনীত ও প্রযোজিত ছবি সাহসী হিরো আলম। হিরো আলমের ব্যাপক জনপ্রিয়তার কারণেই সারাদেশ ব্যাপী এই সিনেমাটি আজ ঢাকা সহ সারাদেশের ৫১ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। মুকুল নেত্রবাদী পরিচালিত সাহসী হিরো আলম ছবিটি মিষ্টি মধুর হৃদয় ছোঁয়া ৫টি গান, গল্প, কমেডি, পারিবারিক সেন্টিমন্ট, এ্যাকশন ও ডিজিটাল নির্মাণশৈলীর গুনে সত্যিই একটি বিনোদন পূর্ণ ছবি হয়েছে যা অবশ্যই দর্শকদের ভালো লাগবে। সাহসী হিরো আলম ছবির গান লেখক, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন বর্তমানে দেশের সংগীত জগতের আলোচিত গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী শিবচরের সোহেল। প্রতিটি গানের কথা, সুর, সঙ্গীতায়োজন ও শিল্পীদের অসাধারণ মেলোডিয়াস গায়কির মুস্নিয়ানায় সব গুলো গানই দর্শকদের ভালো লাগবে। সাহসী হিরো আলম ছবির গান গুলোতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী ন্যান্সী, প্রতিক হাসান, সোহেল মেহেদী, শম্পা কায়সার, অংকন, সুজন আনসারী, শারমিন সুমি প্রমূখ। এ্যালবামের গানের পাশাপাশি এই ছবির গানের কোয়ালিটির উপর ভর করে শিবচরের সোহেল দেশের চলচ্চিত্রের গানের গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে অল্প সময়ের মধ্যেই একটি জনপ্রিয় ও ব্যাস্ততম অবস্হান তৈরি করে নিতে পারবেন বলে কয়েকজন সঙ্গীত বিশেষজ্ঞ মন্তব্য করেছেন। ইতিমধ্যে অনলাইনে এক কোটি চৌদ্দ লক্ষ ভিউয়ার্সের ট্রেলারের ছবি সাহসী হিরো আলম, হিরো আলমের ব্যাপক জনপ্রিয়তা ও শিবচরের সোহেলের হৃদয় ছোঁয়া গানের কারনে সারাদেশে ভালো ব্যাবসা করবে বলে চলচ্চিত্র বিশেষজ্ঞরা দারুন আশাবাদী।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest