ঢাকা ৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৪
মোঃ মিরাজ হোসেন :- “গুলশানের পোলা বংশালের মাইয়া” নাটক নির্মাণের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছেন দুই তরুন উদীয়মান নির্মাতা মোহাম্মদ মেহেদী হাসান এবং ইশতিয়াক আহমেদ অংকন।কিছুদিন আগে নাটকটির শ্যুটিং শেষ হয়েছে।নাটকের বিষয়ে তাদের সাথে কথা বলে জানা গেলো
বর্তমান সময়ের ঢাকার অত্যাধুনিক এলাকা গুলশান এর ছেলে এবং ঐতিহ্যবাহী বংশালের মেয়ের সাথে বিয়ের পরে তাদের মধ্যাকার রসায়ন এবং প্রেমের সৃষ্টি নিয়েই গল্পের শুরু। মূলত নতুন ঢাকার ছেলে জামাই হিসেবে পাওয়ার পর পুরান ঢাকার মানুষের মধ্যে যে আগ্রহ যে ভালোবাসা দেখা যায় তার ই প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই গল্পে।এটি মূলত কমেডি ধারার গল্প। আশা করছি দর্শকের পছন্দ হবে।
এই গল্পে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া,সালমান আরাফাত,শাহীন মৃধা,ফাইজিয়া তাবাসসুম, মো. সামির শাহ সহ আরো অনেকে।
এটি প্রযোজনা করেছেন মৃনাল কান্তি দাস, গল্প ভাবনা: ম ম পৃথ্বি।
আসছে ঈদ উল ফিতার উপলক্ষে, ঈদের ২য় দিন সন্ধ্যা ৭ ঘটিকায় নাটকটি Mflix Drama ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST