ভালবাসা দিবসে ভালবাসার সর্টফিল্ম “বিন্দু” র শুভ মুক্তি

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৪

ভালবাসা দিবসে ভালবাসার সর্টফিল্ম “বিন্দু” র শুভ মুক্তি

মোঃ মিরাজ হোসেন : ভালোবাসা প্রকাশের মাধ্যম তো হাজার রকম থাকে, তবে এই ভ্যালেন্টাইনের একদম ভিন্ন রকম চমক হলো ‘ সর্টফিল্ম: বিন্দু ‘ এতে বিশেষ দুই চরিত্রে অভিনয় করেছেন, বর্তমান সময়ের সেরা নতুন মুখ ‘ মহিউদ্দিন সাবেত এবং তার সাথে জুটি বেধেছেন ‘তিশা ‘- সর্টফিল্মটি পরিচালনায় ছিলো, বর্তমান সময় তরুন নির্মাতা ‘ নিলয় মাহমুদ রাহুল ‘ এবং সিনেমাটোগ্রাফি তে ছিলো ‘ এ এস আকাশ রাজ, এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ‘ মডেল, তুষার,, সর্টফিল্ম টি দেখা যাবে ১৫ ই ফেব্রুয়ারী ‘ চন্দ্রবিন্দু ‘ ইউটিউব চ্যানেলে৷


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest