‘অরিন্দম বিডি’র ফটোশুটে শখ-দীঘি-বারিশ

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৪

‘অরিন্দম বিডি’র ফটোশুটে শখ-দীঘি-বারিশ

জামাল শিকদার : আসছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে এ উৎসবকে সামনে রেখে পূজার পোশাক আর সাজের কথা মাথায় রেখেই ফটোশুটে ব্যস্ত হয়ে পড়েছেন মডেলরা।

 

সম্প্রতি রাজধানীর মিরপুরে পশ লাউঞ্জে ‘অরিন্দম বিডি’ ফ্যাশন হাউজের ফটোশুট করা হয়। গৌতম সাহার কোরিওগ্রাফিতে এতে অংশ নেন জনপ্রিয় মডেল অভিনেত্রী আনিকা কবির শখ, অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, মডেল লিন্ডা, বারিশা হক, নিহাব, ইমরানসহ অনেকে।

 

ফটোশুটে ব্যস্ত শখ জানান, এবারের পূজার বেশকিছু ফটোশুট রয়েছে। এরই মধ্যে গৌতম সাহার কোরিওগ্রাফীতে ‘অরিন্দম বিডি’র ফটোশুট শেষ করেন।

 

ধূপকাঠি আর থালায় সাজানো বাহারি ফুল আর খাবার নিয়ে পরিবারের সবাইকে নিয়ে পূজা উদযাপন করতে দেখা যায় ফটোশুটের ছবিতে।

 

এ প্রসঙ্গে গৌতম সাহা বলেন, “কিছুদিন পরেই দুর্গাপূজা। এ উৎসবে হিন্দু ধর্মাবলম্বীরা কেনাকাটা একটু বেশি করেন। তাছাড়া সাজগোজও করেন। তাই পূজার আগ মূহূর্তে পার্লার ও ফ্যাশান হাউজগুলো ফটোশুট করে থাকে। ‘অরিন্দম বিডি’ পুজার কালেকশনও বেশ দারুণ। তাদের পোশাকে মডেলদের বেশ মানিয়েছে। সবমিলিয়ে ভালো একটি ফটোশুট করলাম।”


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest