ধর্ষণের সালিশ করা কেন অবৈধ নয়, জানতে হাইকোর্টের রুল

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০

ধর্ষণের সালিশ করা কেন অবৈধ নয়, জানতে হাইকোর্টের রুল

ধর্ষণের ঘটনায় গ্রামে কিংবা শহরে সালিশ করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার (২১ অক্টোবর) বিকেলে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি শেষে রুল জারি করেন।

একইসঙ্গে ধর্ষণের মামলা ১৮০ কার্যদিবসে বিরতিহীনভাবে নিষ্পত্তি করতে হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে তা বাস্তবায়ন হচ্ছে কি না; সে বিষয়ে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

গত ১৮ অক্টোবর ধর্ষণের ঘটনায় সালিশ করাকে ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest