চীন-জার্মানিকে পরাশক্তি বলছে রাশিয়া |

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০

চীন-জার্মানিকে পরাশক্তি বলছে রাশিয়া |

আলোকিত সময় |
আন্তর্জাতিক ডেস্ক |

মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এশিয়ার শক্তিশালী রাষ্ট্র চীন ও পশ্চিম ইউরোপের দেশ জার্মানি এবার ক্রমেই পরাশক্তি হয়ে উঠছে বলে আখ্যায়িত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের দিন অতীত হয়ে গেছে। এখন পরাশক্তি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে চীন ও জার্মানি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভালদাই ডিসকাশন ক্লাবের বৈঠকে দেওয়া ভাষণে মন্তব্যটি করেন তিনি।

পুতিনের ভাষায়, ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূমিকা ম্রিয়মাণ হচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির বিচারে পরাশক্তি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। ওয়াশিংটন যদি বৈশ্বিক সমস্যা মস্কোর সঙ্গে আলোচনায় রাজি না হয়, তাহলে অন্য দেশের সঙ্গে আলোচনায় প্রস্তুত রাশিয়া।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest