পঞ্চগড়ে ৬ দিনব্যাপী হেলথ ক্যাম্পের উদ্বোধন

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০

পঞ্চগড়ে ৬ দিনব্যাপী হেলথ ক্যাম্পের উদ্বোধন

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে বাত ব্যথা ও হাড় ক্ষয় রোধে ৬ দিন ব্যাপী হেলথ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১১ টায় পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে জাগ্রত তেঁতুলিয়া এর উদ্যোগে ও নিউজিল্যান্ড ডেইরির সহযোগীতায় এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।

হেলথ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুর্দশন কুমার রায়, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি শফিকুল আলম, নিউজিল্যান্ড ডেইরি ও সোশ্যাল ইসলামী ব্যাংক হসপিটালের ক্লিনিক্যাল ডায়টিশিয়ান রেবেকা সুলতানা, জাগ্রত তেঁতুলিয়ার সদস্য এ্যাডভোকেট আহসান হাবীব সরকার সহ জাগ্রত তেঁতুলিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।

বাত ব্যথা ও হাড় ক্ষয় রোধে শুরু হওয়া ৬ দিন ব্যাপী হেলথ ক্যাম্পের প্রথম দিনে বিনামূল্যে পঞ্চগড় সদর উপজেলার শতাধিক মানুষকে চিকিৎসা প্রদান করা হয় এবং পরবর্তীতে জেলার তেঁতুলিয়া উপজেলার ৩টি ভেন্যুতে ৬ দিন ব্যাপী এ হেলথ ক্যাম্প চলু থাকবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest