“বঙ্গবন্ধু সাংবাদিক ছিলেন, আমিও সাংবাদিক পরিবারের সদস্য | প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

“বঙ্গবন্ধু সাংবাদিক ছিলেন, আমিও সাংবাদিক পরিবারের সদস্য | প্রধানমন্ত্রী

মোহাম্মদ মাহমুদুল হাসান | ঢাকা |

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকতা করেছেন মিল্লাত, দৈনিক ইত্তেফাক ও নতুন দিন পত্রিকায়। দৈনিক বাংলাসহ এসব পত্রিকা প্রতিষ্ঠার সাথেও তিনি জড়িত ছিলেন-উল্লেখ করেছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (D R U)’র রজতজয়ন্তী (প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি) অনুষ্ঠানে তিনি এ কথা জানান। …এ জন্য আমরা সংবাদিক সমাজ গর্বিত..।

অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, দুর্নীতি, সন্ত্রাসের সাথে জড়িত কাউকেই ছাড় দিচ্ছেনা আওয়ামী লীগ সরকার, সে যে দলেরই হোক। তিনি বলেন, অন্যায় সংগঠিত হওয়ার সাথে সাথেই কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে, যা অতীতে অন্য দলের সরকারগুলো নেয়নি।

কোন ঘটনাই ধামাচাপা দেয়া হচ্ছেনা বলেও জানান প্রধানমন্ত্রী। চিন্তা, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতায় সাংবিধানিক অধিকারে আরো দায়িত্বশীল হতে সাংবাদিকদের আহবান জানান তিনি। স্বাধীনতা সংগ্রাম, ত্যাগ ও জাতির বীরত্বের ইতিহাস ভুলে যাওয়া দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest