হাতিয়ায় নৌকা ডুবে ১জনের মৃত্যু, নিখোঁজ ১

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২০

হাতিয়ায় নৌকা ডুবে ১জনের মৃত্যু, নিখোঁজ ১

বুরহান উদ্দিন মুজাক্কির, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জেলেদের মাছ ধরার একটি নৌকা ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় মাছ ধরার অন্য আরেকটি ট্রলার এসে জেলেরা তিন জেলেকে জীবিত উদ্ধার করে। এই রিপোর্ট লিখা পর্যন্ত একজনের মৃত্যু এবং এখনো একজন নিখোঁজ রয়েছে।

নিহত অমর জলদাস (১৬) উপজেলার তমরুদ্দি ইউনিয়নের আঠারো বেকী গ্রামের প্রেমলাল মাঝির ছেলে। সকালে মেঘনা নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ১১নং নিঝুম দ্বীপ ইউনিয়নের পূর্ব পার্শ্বে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত উপজেলার আঠারো বেকী গ্রামের সূর্য মাঝির ছেলে মিলন (১৮) নামে আরো এক জেলে নিখোঁজ রয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১টায় হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।
উদ্ধারকৃত জেলেদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, গভীর রাতে কাদির খাল থেকে সুমন মাঝির নেতৃত্বে ৫ জেলের একটি দল মাছ ধরার নৌকা নিয়ে মেঘনা নদীতে যায় মাছ ধরতে। ওই সময় হঠাৎ একটি বড় ঢেউয়ে মাছ ধরার নৌকাটি উল্টে গিয়ে ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest